সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮
সিলেট :: সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় পেশাগত দায়িত্বপালনকালে সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকদের হামলায় আহত হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র আলোকচিত্রী এ এইচ আরিফ।
শনিবার রাত ১০টার বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় কামরানের উচ্ছৃঙ্খল সমর্থকরা হামলার পাশাপাশি তার ব্যবহৃত ক্যামেরা ভাংচুর করে।
হামলার শিকার সাংবাদিক এ এইচ আরিফ জানান- শনিবার রাতে বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ বেঁধে সভার আয়োজন করেন কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকরা। সেখানে ছবি তুলতে গেলেই সমর্থকরা আরিফের উপর চড়াও হন। একপর্যায়ে ড্রাইভার বশিরের নেতৃত্বে ১০-১২ উচ্ছৃঙ্খল যুবক তার উপর হামলা করে এবং ক্যামেরা ভাংচুর করে। এতে আহত হন তিনি।
ঘটনার খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে ওসমানীর তৃতীয় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd