সিলেটে ৫ বছরের শিশুকন্যা ধর্ষিত

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৮

ক্রাইম ডেস্ক :: সিলেট নগরীর লন্ডনী রোডের হাজিপাড়ায় ৫বছরের এক শিশুকন্যা ধর্ষিত হয়েছে। আহত শিশুটিকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পাঁচ দিনেও অভিযোগ পৌছায়নি সংশ্লিষ্ট থানায়। সীমানার মারপ্যাচে অভিযোগ আটকা পড়ে রয়েছে। ধর্ষণের শিকার মেয়েটির মা বিভিন্ন বাসায় কাজ করেন। বুধবার (১৮জুলাই) সকালে মেয়েটিকে বাসায় রেখে কাজে যান তিনি। ফিরে এসে মেয়েকে কান্নাকাটি করতে দেখেন। পরে জানতে পারেন পার্শ্ববতী লোকমানের কলোনির সজিব মিয়া (২১) নামের এক যুবক তার মেয়েকে ধর্ষণ করেছে।

পরে আইনের আশ্রয় নিতে গেলে মাকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয় প্রভাবশালীদের মাধ্যমে। মেয়ের মা রাজি না হয়ে ওসমানী হাসপাতালে মেয়েকে নিয়ে যান। সেখান থেকে ওসিসি ৩০৫ নং স্মারকের মাধ্যমে মামলা নেয়ার জন্য জালালাবাদ থানায় অভিযোগ পাঠিয়ে দেয়া হয়। ধর্ষিতার মা জানান, স্থানীয় প্রভাবশালীরা ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তাকে নানা হুমকি দিচ্ছেন। বিনিময়ে টাকা দেয়ারও লোভ দেখাচ্ছেন।

জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান ওসমানী হাসপাতালের চিঠি ও কাগজ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি লন্ডনি রোডের শেষ সীমানায় হাজিপাড়ায় ঘটেছে। এটি এসএমপির এয়ারপোর্ট থানাধীন। কাগজপত্র এয়ারপোর্ট থানায় পাঠিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এয়ারপোর্ট থানা র অফিসার ইনচার্চ গৌছুল হোসেন জানান, ঘটনা সমপর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখনো লিখিত অভিযোগ তার থানায় পৌছায়নি বলে জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..