সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া হতে এক কয়লা শ্রমিকের লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ৷
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে যানাযায় অবৈধ ভাবে ভারতের উখিয়াং থানার কেলেরিয়া কয়লা খনিতে দালালদের মাধ্যমে প্রবেশ করে দীর্ঘদিন হতে কায়লা শ্রমিকের কাজ করে অাসছে৷ গত ২২জুলাই হঠাৎ করে খনি ধর্ষে তার মৃত্যু হয়৷ লাশ উদ্ধার করে সঙ্গীয় শ্রমিকরা বাংলাদেশ সীমান্তের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া এলাকার ১৩০৩ নং অার্ন্তজাতিক পিলারের ৪শত গজ ভিতরে লাশ রেখে স্বজনদের কাছে সংবাদ দেন৷ সংবাদ পেয়ে স্বজনরা জৈন্তাপুর মডেল থানা এবং লালাখাল বিজিবি সহায়তায় সীমান্ত হতে লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল রির্পোট তৈরী করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে অাসে৷ নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রঘাপ্রতিপুর গ্রামের মোঃ অাব্দুল হামিদের ছেলে মোঃ অাবু বক্কর(৩২)৷ তার ১স্ত্রী ৫ ও ৭ বছরের ২মেয়ে রয়েছে৷
৪১ বিজিবির লালাখাল ক্যাস্প কমান্ডার নায়কে সুবেদার খলিল জানান নিহতের স্বজনরা বিষয়টি অামাদের অবহিত করলে অামরা জৈন্তাপুর থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যাই এবং পরিত্যাক্ত অবস্থায় লাশটি পাই৷ পরে তা উদ্ধার করে থানা পুলিশের হাতে তুলে দেই৷
এ বিষয় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মায়নুল জাকির জানান নিহতের স্বজনদের সংবাদের ভিত্তিত্বে ৪১ বিজিবির সহায়তায় সীমান্ত হতে নিহত অাবু বক্করের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ তবে এবিষয়ে পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করবে৷
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd