সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: কুলাউড়া থেকে আসামী নিয়ে মৌলভীবাজার আদালতে যাওয়ার পথে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১জন আসামী পুলিশের ২ কনষ্টেবলসহ ৫ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানা পুলিশের অভিযানে ঢাকার সাভার থেকে ২ ব্যবসায়ী অপহরণকারী চক্রের নারীসহ ১০ আসামী আটক করে পুলিশ। রোববার বিকেলে একটি প্রাইভেট লেগুনা পিকআপে আসামীদের নিয়ে মৌলভীবাজার আদালতে যাচ্ছিল পুলিশ। যাওয়ার পথে কুলাউড়ার ঢুলিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুঘর্টনায় উভয় গাড়ীর চালকসহ ১ আসামী ও পুলিশের দুই কনষ্টেবল আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, আহত আসামীসহ সকলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে ১০ আসামীকে মৌলভীবাজারের হাকিম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd