সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ে মহামান্য হাইকোর্টের রায় অমান্য করে আবারও প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ না নিয়ে সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে বহাল রেখে বিদ্যালয়ের কার্যক্রম সঠিক ভাবে পালন করার জন্য মহামান্য হাইকোর্টর(১৫৪৩৩/২০১৭ইং ও ৭৭৫৫/২০১৮দায়ের নং রীট মামলার) নির্দেশনা অমান্য করে জেলা শিক্ষা অফিসারের সাথে যোগ সাজোসে গত ১৬জুলাই সুনামগঞ্জ জেলা থেকে প্রকাশিত একটি পত্রিকায় শেষ পৃষ্টায় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তাতে আবার নিয়ম বর্হিভূত ভাবে ব্যাংক ড্রাফট চাওয়া হয়েছে ১হাজার টাকা অথছ পাশের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা উচ্চ বিদ্যলয়ের চাওয়া হয়েছে ৫শত টাকা। এছাড়াও বালিজুরী বিদ্যালয়ের সাবেক কমিটির বিরোদ্ধে রয়েছে নানান অনিয়ম আর দূর্নীতির অভিযোগ। কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় মহামান্য হাইকোর্টের রায় অমান্য করেছে তেমনি সংশ্লিষ্ট দপ্তর ও সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোন কাজেই আসে নি তাদের ক্ষমতার কাছে। স্থানীয় একাধিক সূত্রে জানাযায়,গত ১২,০৭,১৮ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট চেয়ারম্যান বরাবর আবেদন সূত্রে জানাযায়,বালিজুরী এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মিলে বিদ্যলয়ের অসস্থিকর পরিবেশ সৃষ্টি করে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান কে ১৭,০১,১৭ইং তারিখে চাকুরী চুতি করেন। চাকুরী ছাড়তে বাধ্য করেন তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট এর নির্দেশীত ৩সদস্য বিশিষ্ট্য এই বিষয়ে হাইকোর্টে রিট মামলা নং ১৫৪৩৩দায়ের পর একটি তর্দন্ত কমিটির তদর্ন্তে প্রমান পাওয়া যায়। এবং হাইকোর্ট ৯০দিনের মধ্যে স্বপদে বহাল করার জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট কতৃপক্ষকে। তার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট সচিব মোহাম্মদ মোস্তফা কামাল আহমদের স্বাক্ষরিত ০৫,০৩,১৮ইং তারিখে হাইকোর্টের রায় বাস্থবায়নের জন্য একটি পত্রে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে স্বপদে বহাল রেখে বিদ্যালয়ে দায়িত্বপালন করার নির্দেশ দেন বিদ্যালয় পরিচালনা কমিটিকে। কিন্তু ঐ কমিটি তার অমান্য করে। এরপর আবারও ০২,০৪,১৮ইং পুনরায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট চেয়ারম্যান বরাবর মহামান্য হাইকোর্টের রায় বাস্থবায়ন করার জন্য আবেদন করেন। এই আবেদনে সুনামগঞ্জ ১আসনের এমপি সাহেবের সুপারিশ ও ছিল। সেই আবেদনের কোন প্রতিকার না পেয়ে আবার হাইকোর্টে রিট মামলা নং ৭৭৫৫/২০১৮দায়ের করেন। সেখানেও মহামান্য হাইকোর্ট ৩০দিনের মধ্যে পূর্ন বহাল করার রায় প্রধান করেন। রায় বাস্থবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট আবেদন করেন চাকরী চুত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। এই বিষয়ে বালিজুরী এলাহীবক্স উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের জানান,আমি জানতাম সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বিষয়ে জামেলা আছে আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট ও হাইকোর্টের কোন কাগজ পাই নি। যদি হাইকোর্ট কোন নির্দেশনার কাগজ থাকলে নিয়ে আসুক দেখি দেখি। আর আমাদেরকে জেলা শিক্ষা কর্মকর্তা বলেছেন বলেছেন সাবেক প্রধান শিক্ষককের বিষয়ে কোন জামেলা নেই প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেবার জন্য দিয়েছি। আমিও অনেক চেষ্টা করেছিলাম এই নিয়োগের বিষয়টি নিয়ে। সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন,আমি আইনের প্রতি সম্মান রেখে বার বার স্কুল কমিটিকে কাগজ দিয়ে বলেছি তারা আমাকে বার বার ফিরিয়ে দিয়েছে। তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট চেয়ারম্যান বরাবর আবেদন করেছি। এরপরও কোন সমাধান হচ্ছে না আমি এখন অসহায় হয়ে পরেছি। আমি একজন শিক্ষক হয়ে আমার ন্যায় বিচার পাবার জন্য বার বার অবহেলিত হচ্ছি। মাহামান্য হাইকোর্টের রায় অমান্য করছে তার পরও কোন বিচার পাচ্ছি না। এই বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,শিক্ষক নিয়োগের বিষয়ে আমি কিছুই বলেনি। ম্যানিজিং কমিটিই যা করার করেছে। তারাই সব কিছু করেছে। সাবেক প্রধান শিক্ষকের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড সিলেট থেকে ও হাইকোর্টের কোন নির্দেশনা পাই নি। প্রয়োজনীয় কাগজ থাকলে নিয়ে আসুক ব্যবস্থা নেব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd