তামাবিল মহাসড়কে রাস্তা সংস্কারের আশ্বাসে ৩০জুলাইয়ের কর্মবিরতী স্থগিত

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

তামাবিল মহাসড়কে রাস্তা সংস্কারের আশ্বাসে ৩০জুলাইয়ের কর্মবিরতী স্থগিত

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হইতে জাফলং পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে পূর্ব নির্ধারীত কর্মসূচী পালিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংস্কাররে আশ্বাসে কর্মসূচী স্থগিত করছে ৫টি পরিবহন শ্রমিক সংঘটন।

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ফেরীঘাট হইতে জাফলং পর্যন্ত রাস্তা চলাচলের অনুপযোগী এবং দূর্ঘটনার স্বীকার হওয়ার ফলে ৫টি পরিবহন শ্রমিক সংগঠনের ডাকে গতকাল ২৪ জুলাই মঙ্গলবার ভোর হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা কর্মবিরতী পালন করে। কর্মবিরতীর চলাকালে বিভিন্ন জেলা হতে আগত পর্যটকবাহী পরিবহন, মালবাহী ট্রাক, সরকারি কর্মকর্তা কর্মচারী বহনকারী মাইক্রো গুলো দূর্ভেগে পড়ে। অপরদিকে ৫শ্রমিক সংঘটনের আহত কর্মসূচীর প্রত্যাহারের নিমিত্বে বিকাল ৬টায় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মুনতাসির হাসান পলাশ এর নেতৃত্বে সড়ক ও জনপথ সিলেট বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জাহিদ আনোয়ার, সড়ক ও জনপথের জৈন্তাপুর অংশের নির্বাহী প্রকৌশলী মাছুম আহমদ সহ অন্যান্যরা জৈন্তাপুর উপজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের চাঙ্গীলস্থ আঞ্চলিক কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মবিরতী পালনকারী ৫টি পরিবহন সংঘটনের নেতৃবৃন্দ জৈন্তাপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সভাপতি নুরুল হক নুরু মিয়া, জাফলং ট্রাক চালক আঞ্চলিক কমিটির সভাপতি ফয়জুল ইসলাম, জৈন্তাপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংঘটনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আহমদ, জৈন্তাপুর পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে। ঘন্টা ব্যাপী আলোচনায় জৈন্তাপুর হইতে জাফলং পর্যন্ত রাস্তাটি দ্রæত সংস্কার, জৈন্তাপুর অংশে অবৈধ ভাবে চলাচলকারী ব্যাটারী চালিত টমটম গাড়ী বন্দ করা, এছাড়া জাফলং হইতে জৈন্তাপুর পর্যন্ত রাস্তার উভয়পার্শ্ব দখল করে পাথরের ড্রাম্পিং ইয়ার্ড অপসারন এবং বিনা অনুমতিতে জৈন্তাপুর হইতে বটেশ্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে রাখা বিদ্যুতের খাম্বা সরানোর দাবী তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। সড়ক ও জনপথ সিলেট বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ রায় বিষয় গুলোর মধ্যে রাস্তা ভাঙ্গা অংশ দ্রæত মেরামত, জাফলং হতে জৈন্তাপুর পর্যন্ত রাস্তার পাশ্বের পাথর অপসারন এবং বিদ্যুতের খাম্বা সরানোর আশ্বাসদেন। অপরদিকে অবৈধ ভাবে চলাচলকারী ব্যাটারী চালিত টমটম চলাচল বন্দের নিমিত্বে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে সন্ধ্যা ৭টায় ৫টি শ্রমিক সংঘটনের নেতৃবৃন্দরা তাদের কর্মবিরতী কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয় এবং আগামী ৩০ জুলাইর মধ্যে সৃষ্ট সমস্যা সমাধান না হলে সিলেট জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহবান করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..