সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
হাবিব সরোয়ার আজাদ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ব্যক্তিগত পর্যায়ে সাধারণ ক্ষেত্রে “জনপ্রশাসন পদক-২০১৮” গ্রহন করলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।’
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে এই পদক তুলে দেন।
বতর্মান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের পরিচয় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সুনামগঞ্জ জেলার ২১টি ইউনিয়নে “ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি” স্থাপন করায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এই পদক পেয়েছেন।
উল্লেখ্য যে, ইতোমধ্যে এ জেলার ৩১টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপন করা হয়েছে এবং অবশিষ্ট ইউনিয়নসমূহে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কাজ চলমান আছে।
জানা যায়, ‘জনপ্রশাসন পদক নীতিমালা’ অনুযায়ী, জাতীয় ও জেলা পর্যায়ে দুটি ক্ষেত্রে (সাধারণ ও কারিগরি) শ্রেষ্ট ব্যক্তি, শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ট প্রতিষ্ঠানের শ্রেণিতে এ পুরস্কার দেয়া হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd