বিএনপির ৩৯ নেতার জামিন, হয়রানি না করার নির্দেশ হাই কোর্টের

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

বিএনপির ৩৯ নেতার জামিন, হয়রানি না করার নির্দেশ হাই কোর্টের

স্টাফ রিপোর্টার :: পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বিএনপির শীর্ষ স্থানীয় ৩৯ নেতার জামিনের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। আগামী ৮ আগস্ট পর্যন্ত তাদের এ জামিনের নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেইন হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ প্রদান করেন বলে জানান এডভোকেট কাফি।

একই সাথে সকালে সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র আরিফুল হকের পক্ষে এডভোকেট কাফির করা এক রিটের প্রেক্ষিতে নির্বাচন চলাকালীন সময়ে বিএনপি নেতা কর্মীদের পুলিশি হয়রানি না করারও নির্দেশ প্রদান করেন হাই কোর্ট।

জামিন প্রাপ্তরা হলেন, খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, মহানগরের সহ সভাপতি সালেহ আহমদ খসরু, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২২ জুলাই (রোববার) রাতে নগরীর শাহপরাণ থানায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক ফয়েজ আহমেদ বাদী হয়ে বিএনপির শীর্ষ স্থানীয় ৩৯ নেতার নামে পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানের অভিযোগ এনে দুইটি মামলা দায়ের করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..