সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরের জলমহালে নিষিদ্ধ জাল দিয়ে পোণামাছ ধরাকালে থানা পুলিশ প্রায় ৩ লাখ টাকা মুল্যের কোণাজাল আটক করেছে। মঙ্গলবার জনসম্মুখে এসব অবৈধ কোনা জাল পুড়িয়ে ফেলা হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন জলমহালে ভরামৌসুমে পোণামাছ নিধনের জন্য বেশ কিছু সংঘবদ্ধ জেলে কারেন্টজাল, বের জাল, কোণা জাল ব্যবহার করে অবাধে মাছ ধরে আসছিলো।’
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁনের নির্দেশে তাহিপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধরের নেতৃত্বে একদল পুলিশ সম্প্রতি বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহাছড়া গ্রাম সংলগ্ন ধাওয়া জলমহাল থেকে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ প্রায় ৩ লাখ টাকা মুল্যের কোণাজাল আটক করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ,উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে ওইসব কোণাজাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd