বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত ৩টি ফার্মেসী ও ১টি মুদি দোকানে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করে। বুধবার দুপুরে উপজেলার পীরের বাজার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার। এসময় বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে পীরের বাজারে হাসান মিয়ার ফার্মেসীতে নগদ ৩ হাজার টাকা, গোলাম শাহরিয়ার শাহিনের ফার্মেসীতে ৩ হাজার, রাজিব মিয়ার ফার্মেসীতে ৫শত টাকা এবং সুস্তী চৌধুরীর মুদি দোকানে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার বলেন, ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..