সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮
স্টাফ রিপোর্ট :: হকারদের পুনর্বাসনের অঙ্গীকারসহ নগরবাসীর উন্নয়নকল্পে ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর শাহী ঈদগাহস্থ তার নির্বাচনী প্রধান কার্যালয়ে এ ইশতেহার ঘোষনা করেন তিনি। ইশতেহারে ফুটে ওঠেছে আগামীর সিলেট।
ইশতেহারে আরিফুলহক চৌধুরী বলেন বলেন, হকারদের পুনর্বাসনের লক্ষে ইতিমধ্যে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ পুরনো লালদিঘী মার্কেট ভেঙ্গে ফেলা হয়েছে। এখানে নতুন পরিসরে মার্কেট নির্মাণ করে হকারদের পুনর্বাসন করা হবে।
ইতিমধ্যে হকারদের তালিকা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে তাদের স্থায়ী ঠিকানা হবে। নির্বিঘেœ তারা ব্যবসা করে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ঘোষিত ইশতেহারে আরিফুল হক শিক্ষিত বেকারদের জন্য চাকরীর সুযোগের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন- নির্বাচিত হলে তিনি তরুণ প্রজন্মকে নিয়ে একটি ‘ড্রিম টিম’ গঠন করে আউট সোর্সিং এর মাধ্যমে এই প্রকল্পে শিক্ষিত তরুণ তরুণীদের চাকরীর সুযোগ করে দেয়া হবে। এছাড়া এই ‘ড্রিম টিম’র সদস্যরা সিলেট সিটি কর্পোরেশনকে একটি যুগের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবেন। সেই সাথে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ড্রিম টিমে কাজ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেকে স্বাবলম্বি করার পাশাপাশি নিজের নগরীর উন্নয়নে অবদান রাখতে পারবেন।
ড্রিম টিম’ এর কার্যক্রমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে উল্লেখ করে তিনি বলেন- সিলেট সিটি কর্পোরেশনকে স¤প্রসারণ করার ক্ষেত্রে এবং সিলেটকে তথ্য প্রুক্তি সমৃদ্ধ ভবিষ্যতের সিলেট গড়ার কাজে এই ড্রিম টিম গবেষণা কর্মও পরিচালনা করবে।
আরিফ বলেন, সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই চালুর কাজ শুরু করা হয়েছে। এক্ষেত্রে দেশের অন্যতম ইন্টারনেট প্রোভাইডার কোম্পানির সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে। আমি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে এই প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। নগরীর প্রাণ কেন্দ্রে তথ্য প্রযুক্তি ভবন গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সদ্য সাবেক এই মেয়র বলেন, টাউন বাস প্রাইভেট কারের আধিক্য কমানোর লক্ষ্যে স্কুলভিত্তিক বাস চালুর পাশাপাশি রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। ট্রাক টার্মিনাল চালু করা হবে এবং কদমতলী বাস টার্মিনালকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে আরিফ বলেন, তরল বর্জ্য, ক্লিনিক্যাল বর্জ্য আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাম্পিং অটোক্যাপ পদ্ধতি চালু করার লক্ষে ইতিমধ্যে প্রিজম বাংলাদেশের সাথে সিসিকের চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর কাজ শুরু হয়েছে। আগামীতে নগরীর ৫টি স্থানে সেকেন্ডারি ট্রন্সফার সেন্টার স্থাপন করা হবে।
তিনি বলেন, ১৮টি স্যানেটারী কক্ষ নির্মাণ পর্যায়ক্রমে নগরীর প্রতিটি বস্তিতে বাস্তবায়ন করা হবে। শুধু মাত্র বস্তিবাসীর জন্য বিশেষ এ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে। তাদের প্রশিক্ষণের জন্য মোবাইল ট্রেনিং সেন্টার চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।
নির্বাচিত হলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে স্কুলের সংখ্যা ও আওতা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, নগরীতে ২৫ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে।
নারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি প্রসঙ্গে আরিফ বলেন, নারীদের জন্য আলাদা একটি ট্রেনিং ইন্সটিটিউট করার উদ্যোগ গ্রহণ করা হবে। আইসিটি ভবনের পুরো একটি অংশে গড়ে তোলা হবে এই ইন্সটিটিউট। এখানে ঢাকা থেকে আইসিটি এক্সপার্টদের নিয়ে এসে নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে সিটি করপোরেশনে চাকরির সুযোগ করে দেওয়া হবে।
তিনি বলেন, নারীদের জন্য আলাদা টাউন বাস চালু করা হবে। কর্মজীবী নারীদের সুবিধার জন্য ডে-কেয়ার সেন্টার চালু করা হবে।
দক্ষিণ সুরমা এলাকাবাসীর জন্য বিশেষ নজর দেওয়া হবে উল্লেখ করে ইশতেহারে আরিফ বলেন, সিসিকের ২৫,২৬,২৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা নিরসনে মনোযোগ দেওয়া হবে। ছড়া-খাল উদ্ধারসহ রাস্তা প্রশস্তকরণ, প্রধান প্রধান সড়কে ডিভাইডার স্থাপন করা হবে।
ইশতেহারে নতুন সিলেটের পরিকল্পনা প্রকাশ করে তিনি বলেন, নতুন সিলেটে থাকবে মেট্রোরেল কিংবা টিউব (আন্ডারগ্রাউন্ড রেল)। থাকবেনা যানজট। তৈরি হবে সিলেট টাওয়ার।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd