সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্ত হতে ৭বোতল ফেন্সিডিল সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশ ২জন কে অাটক করেছে৷
পুলিশ সূত্রে জানায় সারা দেশের ন্যায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলা জুড়ে মাদক নিমূলে ধারাবাহিক এবং তাৎক্ষনিক অভিযান অভ্যাহত রেখেছে৷ ২৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর সীমান্তের ১২৮৭ নং পিলারের টিপরাখলা এলাকায় অভিযান পরিচালনা করে ৭বোতল কনকর (ফেন্সিডিল) সহ ২জন অাটক করে৷ অাটককৃতরা হল নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের অাব্দুল খালেকের ছেলে অারিফুল ইসলাম রনি (২৭) একই ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা গ্রামের ইদ্রিস কাজীর ছেলে মোঃ জয়নাল কাজী (৪০) কে অাটক করে৷ জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কামান্ড এস.অাই ইন্দ্রনীল ভট্টাচার্জ রাজন অাটকের সত্যতা স্বীকার করে বলেন অাটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে মামলা দায়ের করা হবে৷ অাগামি ২৭ জুলাই অাদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হবে৷
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd