সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: বাঙ্গালী জাতি যতবারই ঐক্যবদ্ধ হয়েছে ততবারই বিজয়ী হয়েছে। আমরা জঙ্গীবাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি এবং সফলও হয়েছি। বাঙ্গালী জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছি তা ১৯৭১ সালেই হোক গণতন্ত্রের জন্যই হোক আমরা স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে বিজয় চিনিয়ে এনেছি। মাদক প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ’র বিপিএম (বার) সুনামগঞ্জ আগমন উপলক্ষ্যে বুধবার সন্ধায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজেন পুলিশ লাইস অডিটরিয়ামে তার সম্মানে দেয়া সাংস্কৃতিক সন্ধায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।’
র্যাবের ডিজি আরো বলেন, তাহলেই আমরা বাংলাদেশ থেকে মাদককে নিশ্চিন্ন করতে পারবো। মনে রাখতে হবে আমরা যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী আমাদের বেতনভাতা কিন্তু জনগনের টেস্ক্র এর টাকায় দেয়া হয়। পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ এমরান হোসেন, এডিসি জেনারেল মোঃ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস ও র্যাবের মহা পরিচালকের সহধর্মীনী জিসান মির্জা, পুলিশ, র্যাবের সদস্য সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd