ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮

ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

স্টাফ প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ইলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ।

তিনি আরো জানান, সিলেটে মুখি একটি ট্রাক ঢাকা মুখি মাইক্রোবাসটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকীদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন ধীরগতিতে যানবাহন চলাচল করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..