সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ গোয়াইনঘাট কলেজের সধ্যপ্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে অধ্যক্ষ ফজলুল হককে নিয়ে কিছু অতিউৎসাহি রাজনৈতিক ব্যক্তিবর্গের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারে চালাচ্ছেন। ব্যক্তিগত অবৈধ স্বার্থ হাসিল করতে না পেরে কতিপয় অতি উৎসাহী রাজনৈতিক কুশিলব গোয়াইনঘাটের আধুনিক শিক্ষার জননন্দিত কারিগর গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, তার ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, মনগড়া তথ্যাদি উত্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে একটি মহল। এ ঘটনায় গোয়াইনঘাটের সচেতন অভিভাবক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার সরজমিন গোয়াইনঘাট কলেজ পরিদর্শনে অগণিত শিক্ষার্থী এ প্রতিনিধিকে তাদের মনের ক্ষুভের কথা প্রকাশ করেন। তারা বলেন যেখানে সারা দেশে এইচএসসিতে ফলাফল আশানুরূপ নয় সেখানে গোয়াইনঘাট কলেজ ৪৫.৩০% ফলাফল অর্জন করেছে। এ কলেজে বিজ্ঞান শাখায় ৬১.২৫%, মানবিক শাখায় ৪১.৬৮% এবং বাণিজ্য শাখায় ৩৮.৩০% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এমতাবস্থায়, এই ফলাফলকে কেন্দ্র করে একজন জনন›িদ্বত অধ্যক্ষকে বিতর্কিত এবং হেয়প্রতিপন্ন করার নোংরা ষড়যন্ত্র চালানো হচ্ছে। রাজনৈতিক ঘৃণ্য এ ষড়যন্ত্র শুধু ঐ অধ্যক্ষের বিরুদ্ধেই নয় আমরা মনে করি এ ষড়যন্ত্র উত্তর সিলেটের অন্যতম এই ভাল কলেজের বিরুদ্ধেও। বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত রয়েছেন কতিপয় অতি উৎসাহী রাজনৈতিক ব্যক্তিবর্গ। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল (ছানা) জানান, ফলাফল নিয়ে একজন শিক্ষাবিদকে বিতর্কিত করা ঘৃণ্য রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, অধ্যক্ষ ফজলুল হক শুধু গোয়াইনঘাট কলেজেই নয়, গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ও শিক্ষার মান তরান্বিত করার অন্যতম হাতিয়ার। তার বিচক্ষনতায় গোয়াইনঘাট কলেজে নিজস্ব তহবিল হতে ৪তলা বিশিষ্ট ২টি বিশাল ভবন নির্মিত হয়েছে। এছাড়াও মাননীয় সংসদ সদস্য ইমরান আহমদের হস্তক্ষেপে এ কলেজটি জাতীয়করণে উন্নীত হয়েছে। সূতরাং সে ক্ষেত্রে অধ্যক্ষ ফজলুল হক এ কলেজ উন্নয়নের অন্যতম অংশীদার। বদরুল ইসলাম নামে এক ছাত্র জানান, কোম্পানীগঞ্জের পাথর রাজ্যের কুখ্যাত চাঁদাবাজ গন্ডমুর্খ পাথর শামীম কিভাবে একজন শিক্ষাবিদকে নিয়ে আবুলতাবুল লেখে তা বোধগম্য নয়। হাজার হাজার শিক্ষার্থীর প্রিয় অভিভাবক অধ্যক্ষ ফজলুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্যকারী শামীম সহ অপরাপর মন্তব্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে ছাত্র আন্দোলনও গড়ে তোলা হবে। তিনি এ ব্যাপারে বিভ্রান্ত না হতে সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd