সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৮
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর সদস্য রোটার্যাক্টর আশরাফ আহমদ (২৫) লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিবিয়া থাকাকালীন অবস্থায় তার একটি কিডনী নষ্ট হয়ে যাওয়ায় ঐ দেশের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আশরাফ সিলেট সরকারি কলেজের বিএসএস ৩য় বর্ষের ছাত্র ছিলেন।
আশরাফ বিশ্বনাথ উপজেলার চান্দ ভরাং গ্রামের আছির উদ্দিনের ছেলে। ৮ সদস্য পরিবারে আশরাফ সবার বড়। পরিবারের ভরন পোষন জোগাতে ৩ মাস আগে লিবিয়া পাড়ি জমান। সেখানে গিয়েও সুখের সন্ধান পাননি আশরাফ। হঠাৎ করে তার একটি কিডনী নষ্ট হয়ে যায়। অপর কিডনীও নষ্ট হওয়ার উপক্রম। ডাক্তারের নির্দেশমতে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
পরিবারের পক্ষে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান, রোটারিয়ান ও রোটার্যাক্টরদের এগিয়ে আসার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা : ১৩১১৫১০০২১৩৬৯, ডাচ-বাংলা ব্যাংক, বিশ্বনাথ ব্রাঞ্চ, সিলেট। বিকাশ পার্সনাল : ০১৭১২১২৪৯৩৮, ০১৭৪৪৭৯৭৩৩৭।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd