সিলেটে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

সিলেটে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের মোগলাবাজার থেকে ১০ হাজার পিসের বেশি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক সম্রাটকে আটক করেছে র‌্যাব-৯ স্পেশাল কোম্পানির সদস্যরা।

তারা হলেন, জকিগঞ্জের পশ্চিম বেউর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র মো. আব্দুস সামাদ (২৬) ও লোহারমহল গ্রামের সেলিম আহমদের পুত্র  জাহেদ আহমদ (২১)।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুর যাত্রী ছাউনির সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় অটোরিকশার টোলবক্সের ভেতর থেকে ১০ হাজার ২৫ পিস ইয়াবাও উদ্ধার করায়।

উদ্ধারকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য ৫০ লাখ ১২ হাজার ৫শ’ টাকা।

এর আগে গাড়িটি থেকে কৌশলে আরও ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তারা হলেন  জকিগঞ্জের পশ্চিম বেউর গ্রামের মৃত ছানুয়ার আলী ছানই মিয়ার পুত্র বদরুল হক (বদু) ও মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মছদর আলীর পুত্র পারবান হোসেন (৩২)।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অটোরিকশাসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..