সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে একই বাড়িতে মর্গ থেকে এনে বর সহ রাখা হল ৭ জনের লাশ! শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্য্যন্ত উপজেলার নরসিংহপুর ইউনিয়নের মৃত জমির আলীর পরিবার সহ গোটা এলাকাজুড়ে জুড়ে বইতে থাকে শোকের মাথম।’
হস্পতিবার উপজেলার দোয়ারাবাজারের মুকিরগাঁও’র মৃত জমির আলীর ছেলে বর হাফেজ আনসার আলী সহ বিয়ে করতে বরযাত্রী নিয়ে মাইক্রোবাস যোগে কনের বাড়ি নোয়াখালী যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরের গোয়ালাবাজারের বটেরতল এলাকায় পণ্যবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বর তার সহোদর দু’ভাই, ভগ্নিপতি সহ ৭ জন নিহত হন।’ মাইক্রোবাস চালিয়ে যাচ্ছিলেন বরের সহোদর ভাই আমির আলী।
জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে শুক্রবার বিকেলে বর হাফিজ আনসার আলী, তার বড় ভাই গাড়ি চালক আমীর আলী, ছোট ভাই আরব আলী , ভগ্নিপতি ছাতকের মির্জাপুর গ্রামের মিরাস আলী, নিকটাত্মীয় পারভীন আক্তার, তার শিশু কন্যা জাহানারা বেগম এবং ফুফাতো ভাই আনফর আলীর লাশ পৌছে দোয়ারাবাজারের মুকিরগাঁও গ্রামের বাড়িতে। এরপর স্বজনদের লাশ যার যার বাড়িতে পাঠানো হয়।
নিহত বরের সহোদর বড় ভাই গাড়ি চালক আমির আলীর লাশ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লাইয়ারকূল গ্রামে তার নিজ বাড়িতে।’
দুর্ঘটনায় গুরুতর আহত হন নিহত বর হাফিজ আনসার আলীর চাচা আব্দুল খালেক ও ফকির আলী। আশঙ্কাজনক অবস্থায় তারাও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে শুক্রবার বিকেলে লাশ উপজেলার মুকিরগাঁও গ্রামের বাড়িতে আসার পর বর হাফেজ আনসার আলী সহ তিন সহোদরের লাশ বাড়ির উঠোনে রাখা হয়েছে পাশাপাশী।’ এমন দৃশ্য দেখে স্বজনরা চোখের জলে বুক ভাসিয়ে বিলাপ করে শেষ বারের মত লাশগুলো দেখেছেন। বিধবা মা তাজিরুন্নেছা বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছেন। ওই সন্তানহারা মায়ের আহাজারিতে প্রতিবেশী, স্বজনরা এমনকি লাশ দেখতে আসা এলাকাবাসীও কান্নায় ভেঙে পড়েন। যে বাড়িতে নববধুর আসার আনন্দে উৎসব হওয়ার কথা ছিল সেই বাড়িতে শোকের মাথমে শান্তনা দেবার ভাষাও নেই কারো। নিহত হাফিজ আনসার আলীর বাড়িতে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্য্যন্ত চলছে বিলাপ। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সন্তানদের বিকেলে দাফনের পুর্বে ষাটোর্ধ নির্বাক বিধাব মা তাজিরুন্নেছা তাদের ক্ষতবিক্ষত লাশ জড়িয়ে ধরে শিশুর মত অঝোরে বার বার কেঁদে ওঠেন। বার বার মূর্ছা যান তিনি। প্রতিবেশী ও স্বজনরা শান্তনা দিতে গিয়ে নিজেরাও কান্নায় ভেঙে পড়েন। বিষাদে ছেয়ে যায় পুরো বাড়ি এমনকি আশে পাশের কয়েক গ্রাম জুড়ে।
শুক্রবার বিকেল ৫টায় নীজ গ্রামের মাঠে নামাজের জানাযা শেষে নিহত হাফেজ আনসার আলী ও তার সহোদর ছোট ভাই আরব আলী ও ফুফাতো ভাই আনফর আলীর লাশ দাফন করা হয় গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে।
অপর ভাই আমির আলীর লাশ রাতে নিয়ে যাওয়া হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লাইয়ারকূল গ্রামে তার নিজ বাড়িতে।’
ভগ্নিপতি ছাতকের মির্জাপুর গ্রামের মিরাস আলীর লাশ রাতে পৌছে দেয়া তার নীজ বাড়িতে। নিকটাত্মীয় পারভীন আক্তার, তার শিশু কন্যা জাহানারা বেগমের লাশ পাঠানো হয় কুমিল্লায় তাদের নিজ বাড়িতে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd