চুনারুঘাটে সাড়ে ৮’শত পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধন

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: মহান জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপি বলেছেন, সারাদেশে ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কথা থাকলেও চুনারুঘাট-মাধবপুরের জন্য একটু ভিন্ন, ২০১৮ সালের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করা হবে। গত (২৭ জুলাই) শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের বড়জুষ, শাহপুর, কালিকাপুর ও কমলপুর গ্রামে ২কোটি ১০লক্ষ ৫৭ হাজার টাকা ব্যায়ে সাড়ে ১৪ কি.মি এলাকাজুড়ে ৭৩৮টি পরিবারে সর্ব বিহত বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ রাণীগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার আয়োজনে বিদ্যুতায়নের উদ্বোধনী এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মতলিব মাষ্ঠারের পরিচালনায় ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ জাহির মাষ্ঠারের সভাপতিত্বে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের মহালদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাষ্ঠার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চুনারুঘাট আঞ্চলিক শাাখার এজি এম ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সমপাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা তাঁতী লীগের আহবায়ক খন্দকার কবির, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাাদক মর্তুজ আলী সরদার, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোসাব্বির হোসেন বেলাল. উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক টিপু সুলতান, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, পৌর যুবলীগ নেতা মাজেদুল হোসে লুবন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদ মুজিবুর রহমান, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল মেম্বার ও সাধারণ সম্পাদক আঃ মালেক মেম্বার, রাণীগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাবেক সভাপতি নাানু মিয়া, আকছির মেম্বার, রাণীগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি এমরান, কৃষকলীগ নেতা শেখ জামাল আহমেদ, রাণীগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিমন ও সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সুবেল মিয়া। এর পূর্বে রাণীগাঁও ইউনিয়নের হাকাজোড়া গ্রামে ৩৮ লক্ষ ১০ হাজার টাকা ব্যায়ে ৯৯ টি পরিবারের মাঝে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..