গোয়াইনঘাটে ভারতীয় মদসহ দুই ব্যক্তি আটক মোটর সাইকেল জব্দ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ দুই ব্যক্তি আটক মোটর সাইকেল জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি :: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিদ্বয় হলেন গোয়াইনঘাট উপজেলার জয়নগর এলাকার চেরাগ আলীর ছেলে ফয়সল আহমদ ও চম্পকনগর এলাকার আব্দুর রহমানের ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পিরিজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ম্যাকডোয়েলস নং-১ ব্র্যান্ডের ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার ও মাদক বহনের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।

থানার ওসি মো. আব্দুল জলিল ভারতীয় মদসহ দুই ব্যক্তি আটক ও মোটর সাইকেল জব্দের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..