সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
তারা হলো, পশ্চিম বালিগাঁও গ্রামের আজাদ মিয়ার ছেলে মামুন মিয়া ওরফে বাবু মিয়া (১৮), বটতল গ্রামের আকরাম উল্যার ছেলে আব্দুল মুমিন (২০), ও সিএনজি চালক ধলাইপার গ্রামের আদিল চৌধুরীর ছেলে জাহিদ হাসান ওরফে সোহাগ মিয়া (১৯)।
এ ঘটনায় ওই কিশোরীর মা কমলগঞ্জ থানায় এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। মামলার পরপরই শনিবার (২৮ জুলাই) ভোর রাতে পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ধর্ষণের শিকার কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, কমলগঞ্জ পৌরসভা এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকে ওই কিশোরী (১৫)। সে স্থানীয় একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। শুক্রবার সন্ধ্যায় কাজ শেষে নিজ বাসায় ফিরছিল সে।
এসময় রাস্তায় তিন বখাটে কিশোরীর মুখ চেপে ধরে জোর করে সিএনজি অটোরিকশায় তুলে নেয়। পরে একটি নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে তারা। ধর্ষণের পর তাকে কমলগঞ্জ পৌরসভা সংলগ্ন ধানি জমিতে ফেলে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই মোস্তফা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত ৯টায় কিশোরীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কিশোরীর বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় জড়িত তিন যুবককে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তাদির হোসেন পিপিএম বলেন, ‘গ্রেফতার তিন ধর্ষককে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো কহয়েছে। এর আগে সকালে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd