১৩৪ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

১৩৪ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোর নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হয়েছেন।

এ সময় রিটার্ণিং অফিসার মো. আলীমুজ্জামান সাংবাদিকদের বলেন, অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত। সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। যথাসময়েই তা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।

তিনি জানান, ইতিমধ্যেই আইনশৃঙখলা বাহিনী তাদের নির্বাচনী দায়িত্বপালন শুরু করেছেন।

উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট প্রদান করবেন ৩ লাখ ২১ হাজার ৭শ’ ৩২ জন ভোটার। তারা ১ জন মেয়র, ২৬ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর (বিনা প্রতিদ্ব›দ্বীতায় ইতিমধ্যেই ১ জন নির্বাচিত) ও মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর নির্বাচিত করবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..