২০ নং ওয়ার্ডে আমাদের র্ভোটাররা আসার আগে ভোট দেওয়া হয়ে গেছে : আশা

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

২০ নং ওয়ার্ডে আমাদের র্ভোটাররা আসার আগে ভোট দেওয়া হয়ে গেছে : আশা

ক্রাইম ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল ৮টা থেকে, এরপর দুপুর ১২টার আগে ব্যালট পেপার শেষ হয়ে যায়। নগরীর ১৯,২০,২১ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী মাহমুদা নাজিম রুবির নির্বাচনী এজেন্ট জান্নাতুল নাজনীন আশা সাংবাদিকেদের কাছে যা বলেন। তিনি বলেন আমি প্রথমে একজন এজেন্ট হিসাবে সেন্টারের ভিতর প্রবেশ করার চেষ্টা করি কিন্তু আমাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি প্রশ্ন করলাম আমাকে কেন প্রবেশ করতে দেওয়া হবেনা। তখন আমি জানালা দিয়ে দেখি কাউন্সিলর আজাদ ও রঞ্জিত সরকার তারা ১২ জন লোক নিয়ে শিবগঞ্জস্থ স্কলারহোম ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট কক্ষে গিয়ে নৌকা আর চশমা মার্কায় তারা ভোট দিচ্ছে। আমাদের ভোটাররা ফিরিয়ে যাচ্ছে কারণ জানতে চাইলে ভোটার বলেন ভোট দেওয়া হয়ে গেছে আমরা আসার আগে। তিনি আরও বলেন আমার প্রার্থীর মার্কা হচ্ছে বেহালা তাই নৌকা আর চশমা মার্কার বিজয় নিশ্চিত করতে তারা আমাদের নির্বাচনী এলাকার ২০ নং ওয়ার্ডের সকল কেন্দ্রে এই অবস্তা চালিয়ে যাচ্ছেন। আমাদের দীর্ঘ ছয় মাষের কষ্ট সাধনা তারা শেষ করে দিয়েছে বলে সাংবাদিকদের জানান। আমাদের সাজানো সংসার তারা এক সাথে সব নষ্ট করে দিলো বলে অভিযোগ করেন জান্নাতুল নাজনীন আশা ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..