২৬নং ওয়ার্ডে ব্যালট পেপার ছিনতাইয়ে অভিযোগে আটক ৪

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮

স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৬  নম্বর ওয়ার্ডের সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেওয়ায় অভিযোগে চার জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা।

সোমবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।  সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আমিরুল ইসলাম জানান, ‘ব্যালট ছিনতাইয়ের কারণে  চার জনকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর হারুন উর রশীদ বলেন, ‘পরিস্থিতি শান্ত করার জন্য চার জনকে আটক করা হয়েছে।’

সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩হাজার ১১২ জন ভোটার রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..