নির্বাচনী ফলাফল দেখে অবাক আরিফুল

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

নির্বাচনী ফলাফল দেখে অবাক আরিফুল

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের পথে রয়েছে বিএনপি। ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন। এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

আরিফ ও কামরানের প্রাপ্ত ভোটের ব্যবধান ৪৭৮৭। অন্যদিকে স্থগিত দুটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা চার হাজার ৬৩৬ ভোট । এর আগে নানা কারচুপির অভিযোগ এনে আরিফুল হক চৌধুরী বলেন, জালভোট, কেন্দ্র দখলসহ শাসক দলের জবরদস্তির কারণে ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ভোট চুরি হয়েছে ৪০ কেন্দ্রে। এসব অভিযোগে নির্বাচন বাতিলের দাবি জানিয়ে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি।

তবে দিনশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামান্য কিছু ভোটের ব্যবধানে আরিফুলকে বিজ​য়ী দেখায় নির্বাচন কমিশন। ফলাফল দেখে নিজেও কিছুটা অবাক হন আরিফুল। তাৎক্ষনিক প্রতিক্রিয়াতে তাকে বেশ অবাক হতে দেখা যায়। যেন তিনি নিজেও বুঝতে পারছেন না যে কিভাবে তিনি বিজ​য়ী হলেন !

বিশ্লেষকরা মনে করছেন​, রাজনীতির বৃহত্তর স্বার্থে সিলেটে কামরানকে বলি দিয়ে আরিফুলকে বিজ​য়ী করেছে হাসিনা সরকার​। বিএনপির মনে এই ধারনা গেথে দিতে যে , জামায়াত ছাড়াই তারা যেকোন নির্বাচন জিততে পারে এবং সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব​

উল্লেখ্য​, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিএনপি-জামায়াত জোট ভাঙ্গার চেষ্টা করে আসছিলো। এবার তারা সেই চালে নিজেদের একজন মেয়রকে বলি দিলো !

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..