নগরীতে যুবকের আত্মহত্যা, ফেসবুকে ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮

নগরীতে যুবকের আত্মহত্যা, ফেসবুকে ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় বাবলু আহমদ (৩২) নামের এক যুবক আত্মহত্যার করেছেন। তিনি এতিম স্কুল রোডের দিলওয়ার হোসেনের পুত্র। আত্মহত্যার একটি ভিডিও ক্লিপ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে।

গত ২৯ জুলাই রাত ৮ টার দিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোটভাই লাভলু আহমদ।

তিনি জানান, তার বড়ভাই বাবলু দীর্ঘদিন ধরে মানসিক ও পারিবারিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজের বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

মেডিকেল এলাকার নবাব রোডের একটি ক্লিনিক এবং একটি বোডিংয়ের পার্টনার ছিলেন বাবলু। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

লাভলু জানান, সিলেট ওসমানী মেডিকেলে পোস্টমর্টেম শেষে গত মঙ্গলবার বাবলুর মরদেহ নগরীর মানিকপীর (র.) গোরস্থানে দাফন করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি। তবে অন্য একটি সূত্র জানিয়েছে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব এ বিষয়ে কিছু জানেন না বলে জানালেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..