শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট

স্টাফ রিপোর্টার :: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মত সিলেটেও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) বিকাল ৩টা থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে স্কুল-কলেজ ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা মিছিল করে এসে যোগ দেয় আন্দোলনস্থলে।

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে জড়ো হওয়া শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা রকমের স্লোগান দিতে থাকে। তারা বাসচাপায় নিহত দিয়া ও রাজীবকে চাপা দেয়া বাস চালকের ফাঁসি দাবি করেন।

শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে নানা ধরণের স্লোগান নিয়ে উপস্থিত হন আন্দোলনস্থলে। যেমন- ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ/ যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’, ‘আমরা বিচার চাই’, ‘ছাত্র-শ্রমিক ভাই-ভাই, নিরাপদ সড়ক চাই’, ‘বেপরোয়া গাড়ি, ওরা কিভাবে ফিরবে বাড়ী’।

প্রসঙ্গত, ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল র‍্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের তিনটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়।

নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এরই প্রতিবাদে রাজধানী ঢাকা এবং সারা দেশের বিভিন্ন স্থানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলনে নামে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..