তিনি বলেন, রাতে ঢাকা থেকে নির্দেশনা এসেছে সিলেট থেকে বাস চলাচল বন্ধ রাখতে। তবে আঞ্চলিক সড়কে এবং সিলেট থেকে হবিগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া পর্যন্ত বাস চলাচল করছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঢাকামুখী সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।

এদিকে ঢাকার সাথে সিলেটের বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।