বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ১লাখ ১৫হাজার টাকার চেক ডিজওনার মামলায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর বিশঘর গ্রামের মৃত শানুর আলী পুত্র আবুল কালাম (৪৫)। শুকবার বিকেলে উপজেলা সদরের রামপাশা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় সিআর মামলা রয়েছে। যার নং ৫১২/১৮। শনিবার তাকে সিলেট কোর্টে প্রেরণ করা হবে। গত ১৪এপ্রিল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলাটি দায়ের করেন ছাতক উপজেলার নতুন জিয়াপুর গ্রামের ওয়াছির আলীর পুত্র আনোয়ার হোসেন (২৬)।
পলাতক আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন থানার এএসআই জামাল আহমদ।
Sharing is caring!