বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে নির্মিত গেইট উদ্বোধন

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

বিশ্বনাথে প্রবাসীর অর্থায়নে নির্মিত গেইট উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী মো. এখলাছ মিয়ার অর্থায়নে উপজেলার সদর ইউনিয়নের ‘সুড়িরখাল ও পূর্ব মন্ডলকাপন’ গ্রামে নব-নির্মিত গেইটের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গেইটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। শুক্রবার বিকেলে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মিত গেইটের উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭৫’র ১৫ আগস্ট স্ব-পরিবারে জাতির জনক শেখ মুজিবুর রহমান’কে হত্যা করে যারা বাংলাদেশকে জঙ্গি-সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার পায়তারা করে ছিলো, তাদের সকল ষড়যন্ত্র ধ্বংস করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ রয়েছে উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে যাদুঘরে পাঠিয়ে ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যক্রর করে জাতিকে করেছে কলঙ্কমুক্ত।

যুক্তরাজ্য প্রবাসী মো. এখলাছ মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউপির সাবেক মেম্বার নূর মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামসুল ইসলাম, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, আওয়ামী লীগ নেতা আফরুজ মিয়া, সমসু মিয়া,তজম্মুল আলী, হারিছ আলী, আলা উদ্দিন, তেরাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য আবদুল হক, কামরুজ্জামান সেবুল, জাবেদ মিয়া, যুবলীগ নেতা ফুলকাছ আলী, হেলাল মিয়া, কয়ছর উদ্দিন, নাসির আলী, নানু মিয়া, তাজ উল্লাহ, রহিম উদ্দিন, তোতা মিয়া, নাসির আলী, শরীফ উদ্দিন, সাহাব উদ্দিন, খলকু মিয়া, শানুর মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..