সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত দু’ইয়াবা ব্যবসায়ীকে থানা পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে উপজেলার কামড়াবন্দ গ্রাম থেকে ইয়াবার চালান সহ তাদেরকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতারকৃতরা হল, উপজেলার বাদাঘাট (উওর) ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল ও বড়দল দক্ষিণ ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেে আনজর আলী। ’
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসআই আমির হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের কামড়াবন্দ গ্রাম থেকে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম খলিল ও আনজর আলীকেগ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, গ্রেফতারকৃতরা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে ইতিপুর্বে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd