শিক্ষার্থীদের মুখে পানি তোলে দিলেন সিলেট কোতয়ালীর সাবেক ওসি সোহেল

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

শিক্ষার্থীদের মুখে পানি তোলে দিলেন সিলেট কোতয়ালীর সাবেক ওসি সোহেল

মৌলভীবাজার প্রতিনিধি :: খাগড়াছড়ির দিঘিনালায় আদিবাসী শিশু পূণা ত্রিপুরাকে ধর্ষণ ও পরবর্তীতে নির্মমভাবে হত্যা ও বাসচাপায় শিক্ষার্থী হত্যাকান্ডের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজ ২ আগষ্ট দুপুরে। ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না” শ্লোগানে শ্লেগানে শিক্ষার্থীরা সরকারী কলেজ গেইটের সম্মুখে অবস্থান কর্মসূচি পালণ শেষে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল চৌমোহনা চত্বরে এসে পুনরায় অবস্থান কর্মসূচির মধ্যদিয়ে শেষ হয়।

বক্তব্য রাখেন- মৌলভীবাজার কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন কান্তি দাস, সদর শাখার সহ-সভাপতি রনি দাস, প্রকাশনা সম্পাদক ফাহিম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ তাবিদ আহমদ প্রতিক ও শিক্ষার্থী হ্নদয় কৈরী প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এছাড়াও খাগড়াছড়ির দীঘিনালায় আদিবাসী শিশু পুর্ণা ত্রিপুরাকে ধর্ষণ পরবর্তীতে নির্মমভাবে খুনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার দাবী জানান। এ সময় সিলেট কোতয়ালীর সাবেক ও বর্তমান মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ শিক্ষার্থীদের হাতে হাতে পানি বিতরন করে তাদের মুখে পানি পান করিয়ে দেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..