সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার শরীফগঞ্জ থেকে তাকে আটক করা হয়। সে ঐ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মইজ উদ্দিনের পুত্র সেলিম মিয়া(৪০)। এসময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিলেট ডিবি দক্ষিণ জোনের সাব ইন্সপেক্টর শহীদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে আটক করতে শরীফগঞ্জ ইউনিয়নের মীরগঞ্জ বাজারে অভিযান পরিচালনাকালে জনৈক জুবের মিয়ার ভাই ভাই হোটেল থেকে থাকে আটক করা হয়। এ সময় একটি পানের ভিড়ার ভেতরে পলিটিনে মোড়ামো অবস্থায় ৪৯ পিস ইয়াবা তার কাছ থেকে উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সেলিম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসাসহ এলাকায় নানা অপকর্ম করে আসছে। তার অপকর্মে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। সে আটক হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd