বিশ্বনাথে শখের বসে বাড়ির ছাদে বাগান করে কলেজ ছাত্রের সাফল্য

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮

বিশ্বনাথে শখের বসে বাড়ির ছাদে বাগান করে কলেজ ছাত্রের সাফল্য
মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে শখের বসে নিজ বাড়ির ছাদের উপর ফলের বাগান করে সফলতা লাভ করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম (১৭) নামের এক কলেজ ছাত্র। নুরুল ইসলামের গড়ে তোলা বাগানটি দেখলে মন জুড়িয়ে যায়। কিছু ফলগাছ আছে যেগুলো সারা বছর ফল ধরে। ছাদের বাগানে চাষ করা বিষমুক্ত ফল পরিবারের নিজেরা খাচ্ছেন এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতেও পাঠাচ্ছেন।
জানা যায়, উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের ইছন আলীর পুত্র ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দ্বাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র মোহাম্মদ নুরুল ইসলাম। কৃষিবিদ শাইখ সিরাজের বিভিন্ন প্রোগ্রামের ভিডিও তথ্য প্রযুক্তির মাধ্যমে ইউটিউব-এ দেখে নুরুল ইসলামের মনে আগ্রহ জাগে একটি ফলের বাগান করার। একপর্যায়ে ২০১৭ সালের শেষের দিকে বিশ্বনাথ বাজারে ভ্রাম্যমান নার্সারী থেকে বরই, কমলা ও মালটা ফলের ৩টি গাছ ক্রয় করে নিজ বাড়ির ছাদের উপর টবে লাগান নুরুল। নিজের লাগানো গাছগুলোতে ফল আসতে শুরু করলে উৎসাহ বেড়ে যায় তার। এরপর নুরুল ইসলাম চলতি বছরের শুরুতে দেশি কমলা, চাইনিজ কমলা, বারমাসী কমলা, ভারি মাল্টা, চাইনিজ মাল্টা, চাইনিজ পেয়ারা, সাতকরা, লেবু, আদালেবু, বরই, আম, সফেদা, বাউকুল, আপের কুল, নাগা মরিচ, চাল কুমড়া, করমচা সহ আরো বিভিন্ন প্রজাতির ফলের গাছ টব ও ড্রামের মধ্যে লাগিয়ে বাড়ির ছাদের উপর গড়ে তুলেন ফলের বাগান। তার লাগানো এসব গাছের মধ্যে এখন ঝুলছে দেশি কমলা, চাইনিজ কমলা, ভারি মাল্টা, চাইনিজ মাল্টা ও আদালেবু এবং আমের গাছে এসেছে মুকুল।
নুরুল ইসলাম জানান, তিনি পড়ালেখার পাশাপাশি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও বিকেলে কলেজ থেকে ফিরে লাগানো গাছগুলোর পরিচর্যা করেন। নিজের হাতে লাগানো গাছের ফলগুলো দেখে তার মন জুড়িয়ে যায়। নুরুল বলেন ‘গাছ থেকে নিজ হাতে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা, আর নিশ্চিত মনে বিষমুক্ত ফলও খেতে পারছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..