সিলেটে নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮

সিলেটে নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :: রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা বাংলাদেশের মতো সিলেটেও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এনিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছে সিলেটের শিক্ষার্থীরা। শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নগরীর বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।এসময় তারা রাস্তা অবরোধ না করে শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশ নেয়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে নানা ধরণের প¬্যাকার্ড দেখা গেছে। এদিকে, শিক্ষার্থীরা দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বিকেল ৪টার দিকে নগরের উপকণ্ঠ হুমায়ূন রশিদ চত্বরে অবস্থান নেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে সারাদেশের শিক্ষার্থীদের মতো আন্দোলনে নামে সিলেটের শিক্ষার্থীরা। সারা দেশে বুধবার পঞ্চম দিনের মতো এ আন্দোলন চললেও সিলেটে আজ প্রথমই সড়কে আন্দোলনে নামেন সিলেটের এ শিক্ষার্থীরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..