সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: আবারো ভোট উৎসবে মাতবেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬ কেন্দ্রের ভোটাররা। নতুন করে ভোটগ্রহণের মাধ্যমে নির্ধারিত হবে মেয়রসহ দুই সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও তিন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের ভাগ্য। আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে ১৬ টি কেন্দ্রে পুন নির্বাচন। সিলেট আঞ্চলিক নির্বাচন কমকর্তা ও সিলেট সিটি কর্পোরেশনের রির্টার্নিং অফিসার নতুন করে ভোট গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। স্বপ্ন ভাঙ্গা প্রার্থীরা ও নতুন করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সবচেয়ে সুবিধেজনক অবস্থানে আছেন মেয়র পদে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। স্থগিত হওয়া ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের দু’টি কেন্দ্রে মাত্র ১৬১ ভোট পেলেই আরিফুল হক চৌধুরী পরবেন জয়ের মালা। এ দুই কেন্দ্রে ভোট আছে ৪৭৮৭টি। মেয়র পদে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী ৪৬২৬ ভোটে এগিয়ে আছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ঐ দু’টি কেন্দ্রের ফলাফলের জন্য একসাথে দুই মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এবং কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য ঝুলে আছে। এদিকে সংরক্ষিত ওয়ার্ড-৭ (সাধারণ ওয়ার্ড ১৯, ২০ ও ২১) নাজনীন আকতার কণা- (জিপগাড়ি) ও নার্গিস সুলতানা-(চশমা)র সমান সংখ্যক ভোট হওয়ায় শুধু এ দু’জনের মধ্যে ১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই প্রার্থী আবারো ছুটতে হচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। শুধুমাত্র সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য এই ১৪টি কেন্দ্রের ভোটারদের পুনরায় ভোট কেন্দ্রে আসতে হবে।
২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটসংখ্যা ২৫৬৬। এ ওয়ার্ডের বাকি ৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ঘুড়ি প্রতীক নিয়ে এগিয়ে আছেন আজম খান। টিফিন ক্যারিয়ার নিয়ে ২য় অবস্থানে আছেন আব্দুল জলিল নজরুল। এছাড়া এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহ মোহাম্মদ বদরুজ্জামান (লাটিম) এবং চঞ্চল উদ্দিন (ঠেলাগাড়ি)। এসব প্রার্থীদের মধ্যে যারা প্রয়োজন সংখ্যক ভোট টানতে পারবেন, তিনি পরবেন বিজয়ের মালা। ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট সংখ্যা হচ্ছে-২২২১। এ ওয়ার্ডে সব মিলিয়ে তিনজন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ওয়ার্ডের বাকি তিনটি কেন্দ্রে ঠেলাগাড়ি প্রতীকে সোহেল আহমদ রিপন এগিয়ে রয়েছেন। ঘুড়ি প্রতীক নিয়ে ২য় অবস্থানে রয়েছেন হুমায়ুন কবির সুহিন। এছাড়া মোহাম্মদ শাহজাহান (লাটিম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। যিনি প্রয়োজন সংখ্যক বেশি ভোট টানতে পারবেন তিনি কাউন্সিলর নির্বাচিত হবেন।
সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড ২২, ২৩ ও ২৪ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৮ ওয়ার্ড। স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট সংখ্যা হচ্ছে-২২২১। এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ার কারণে আটকে আছে সংরক্ষিত ৮ নং ওয়ার্ডের ফলাফল। ফলে আগামী ১১ আগস্ট পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে এগিয়ে আছেন রেবেকা আক্তার লাকী-(জিপগাড়ি)। ২য় অবস্থানে আছেন সালেহা কবীর শেপী- (চশমা)। অপর প্রতিদ্বন্ধীরা হচ্ছেন মোছা. হেনা বেগম-(বই), জোৎস্না ইসলাম-(আনারস), রিনা বেগম-(মোবাইল ফোন)। সাধারণ ওয়ার্ড ২৫, ২৬ ও ২৭ নিয়ে গঠিত সিসিকের সংরক্ষিত ৯নং ওয়ার্ডের ফলাফল আটকে আছে হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জন্য। এই ওয়ার্ডে এগিয়ে আছেন অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ-(চশমা)। ২য় অবস্থানে আছেন সামিরুন নেসা-(গ¬াস)। তাদের অপর প্রতিদ্বন্ধী প্রার্থীরা হচ্ছেন আসমা বেগম-(বই) আসমা বেগম- (মোবাইল), পারভিন বেগম- (জিপগাড়ি), নাসিমা চৌধুরী-(ডলফিন), রুবি বেগম-(হেলিকপ্টার), লিজা আক্তার- (আনারস)। এ কেন্দ্রে আরো ৭১টি ভোট পেলে বিজয়ী হবেন রোকসানা বেগম শাহনাজ। প্রসঙ্গত, গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হলেও গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশন সিলেট সিটি কর্পোরেশনের ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের দু’টি কেন্দ্র এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৭ এর ১৪টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশনা প্রদান করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd