ক্রাইম ডেস্ক :: চ্যানেল এস সিলেট এর ব্যুরো প্রধান ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জুর বাসায় হামলা চালিয়েছে একদল দুবৃর্ত্ত।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর রায়নগর বসুন্ধরা-৯৬ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। এতে ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন রাজাসহ চারজন আহত হন।
আহত অন্য তিনজন হলেন- রাজার ভাই কয়েস আহমদ, জামাল আহমদ, জামাল আহমদের ছেলে জিসান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামির নেতৃত্বে ২০-২৫ জন যুবক সাংবাদিক মঞ্জু এবং আওয়ামী লীগ নেতা রাজার বাসায় হামলা চালায়। এসময় তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে চারজন আহত হন।
এর মধ্যে হামলায় আহত কয়েস আহমদের অবস্থা গুরুতর। খবর পেয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাংবাদিক মঞ্জু জানান, এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক বাহার।
প্রসঙ্গত, হামলায় নেতৃত্ব দেয়া জামির বিরুদ্ধে এলাকায় এর আগেও সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে।