সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সামাজিক সংগঠন বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মোহাম্মাদপুর পয়েন্ট থেকে মসজিদ মার্কেট পর্যন্ত রাস্তাটি জনসাধারণ ও যান চলাচলে অনুপযোগী থাকায় তার সংস্কার কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জুবের আহমেদ, সহ-সভাপতি জালাল মিয়া, বিশিষ্ট পাথর ব্যবসায়ী আলম মিয়া, রাজ্জাক আহমেদ, মোহাম্মদ আলী, কুদ্দুছ মিয়া প্রমুখ।
বন্ধন সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি জালাল মিয়া জানান, মোহাম্মদপুর পয়েন্ট থেকে মসজিদ মার্কেট পর্যন্ত খানা খন্দে ভরা রাস্তাটিতে মানুষ ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো। তাই যান চলাচল ও পথচারীদের দূর্ভোগ কিছুটা লাঘব করতে আমরা সংগঠনের পক্ষ থেকে রাস্তাটি স্বেচ্ছায় সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করছি এখন থেকে জনসাধারণ এই রাস্তায় নির্বিগ্নে চলাচল করতে পারবেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd