তরুণী ধর্ষণ চেষ্টা মামলায় চিকিৎসক গ্রেফতার

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮

তরুণী ধর্ষণ চেষ্টা মামলায় চিকিৎসক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে এক তরুণীকে ধর্ষণ চেষ্টা মামলায় পবিত্র কুমার রায় (৪২) নামের এক পল্লীচিকিৎসককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে তাকে আটক করে দুপুরে জেলা হাজতে পাঠানো হয়। সে উপজেলার কয়ারিয়া এলাকার বড়চড় কয়ারিয়া গ্রামের প্রফুল্ল কুমারের ছেলে।

মামলা ও পুলিশ সুত্রে জানাগেছে, লম্পট চিকিৎসক পবিত্র কুমারের কয়ারিয়ায় এলাকায় একটি ওষুধের ফার্মেসী রয়েছে। গত রোববার বিকালে ওই ফার্মেসীতে একই এলাকার এক তরুণী চিকিৎসা নিতে আসেন চিকিৎসক পবিত্র কুমারের কাছে। এ সুযোগে ওই তরুণীকে একা পেয়ে ওষুধ খাওয়ানোর কথা বলে ফার্সেসীর বেডে জোরপূর্বক জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় পবিত্র সরকার। এসময় তরুণীর চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এলে পবিত্র কুমার পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে কালকিনি থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। এ মামলার পরিপেক্ষিতে চিকিৎসক পবিত্র কুমারকে গ্রেফতার করেন কালকিনি থানা পুলিশ।

নির্যাতিতার মা বলেন, আমার মেয়েকে পবিত্র কুমার ধর্ষণ চেষ্টা চালায়। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) বাবুল বসু বলেন, তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। তাই আমরা তাকে গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে পাঠিয়েছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..