সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
স্টাফ রিপোর্টার :: ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সিলেটে টানা ৫ম দিনের মত সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ’ শিক্ষার্থী রয়েছেন সেখানে। তবে আজ তারা কোন যানবাহনের কাগজপত্র চেক করছেন না।
অন্যান্য দিনগুলোর মতো সোমবারও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করতে দেখা গেছে।
চৌহাট্টা পয়েন্টে শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে যানচলাচল বন্ধ রয়েছে জিন্দাবাজার সড়কে।
এদিকে তীব্র যানজটও সৃষ্টি হয়েছে অন্যান্য সড়কগুলোতে।
এর আগে ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দেয়।
ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একই কলেজের ছাত্রী দিয়া খানম প্রাণ হারান। গুরুতর আহত আরো ১৪ জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর সেই বাসটির চালক মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে রাজধানীজুড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থী নিহতের ঘটনায় তারা দোষী পরিবহনকর্মীদের বিচার ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবি জানাচ্ছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd