সিলেটে অবৈধভাবে গড়ে উঠেছে সিলিন্ডার রিকেষ্ট সেন্টার

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮

সিলেটে অবৈধভাবে গড়ে উঠেছে সিলিন্ডার রিকেষ্ট সেন্টার

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে ব্যাঙের ছাতার মতো বিস্তার করেছে অবৈধ সিলিন্ডার রিকেষ্ট সেন্টার। যত্রতত্র অবাধ খোলামেলা স্থানে এসব সিলিন্ডার রিকেষ্ট সেন্টার গড়ে উঠায় আতঙ্কিত স্থানীয়রা। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটনার সম্ভাবনাও রয়েছে এতে। দক্ষিণ সুরমা ও কুমার গাঁও তেমুখি পয়েন্টে এসব সেন্টার বেশী দেখা যায়।

স্থানীয় কয়েকটি সূত্রে জানায়, বিস্ফোরক অধিদপ্তরের বিধি অনুযায়ী একটি রিকেষ্ট সেন্টার বসাতে হলে প্রথমে ব্যবসার ট্রেড লাইসেন্স, রিটেষ্ট সেন্টারের পাকা ঘর নির্মাণ ও রিষ্টেট মেশিন বসাতে হয়। সেই মেশিন এবং ঘর সব ঠিক থাকলে বিষপূরক অধিদপ্তর থেকে সার্ভেয়ার এসে মাঠ জরিপ করে রিপোর্ট দেওয়ার পর বিষপূরক অধিদপ্Íর লাইসেন্স প্রদান করে থাকেন। কিন্তু এদিকে তেমুখি কুমার গাঁও এলায় মধুমিতা রিটেষ্ট সেন্টারের কোন অস্তিত্ব না থাকা সাত্বেও বিষপূরক অধিদপ্তরের সারভোয়ার আব্দুর রব মাঠ জরিপ না করে ঢাকায় বসে বড় অংকের টাকার বিনিময় এ প্রতিষ্টানকে লাইসেন্স প্রধান করে বলে অভিযোগ পাওয়া গেছে। যার লাইসেন্স নং বি ঃ প্রঃ (৫৯৩)৩৯ যাহা সম্পর্ণ বে আইনি। এরকম নগরীর দক্ষিণ সুরমা কদমতলী এলাকায় আরও একটি প্রতিষ্টানকে লাইসেন্স প্রদান করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..