বিশ্বনাথে ট্রাফিকদের সহযোগিতা করতে রাজপথে রোভার স্কাউট সদস্যরা

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

বিশ্বনাথে ট্রাফিকদের সহযোগিতা করতে রাজপথে রোভার স্কাউট সদস্যরা
মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ট্রাফিক সপ্তাহ পালনে এবার রাজপথে নামলো বিশ্বনাথ ডিগ্রি কলেজের রোভার স্কাউটের সদস্যরা। আজ মঙ্গলবার ট্রাফিক সপ্তাহ’র তৃতীয় দিনে তারা ট্রাফিক পুলিশদের সহযোগিতা করতে মাঠে নেমেছেন। উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর স্কাউটের পোষাকে তাদের এই দায়িত্ব পালন করেতে দেখা যায়। সকাল থেকে সড়কের বিভিন্ন মোড়ে মোটরযানের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এ বিষয়গুলো দেখছে রোভার স্কাউটের সদস্যরা। তাদের মূলত কাজ হচ্ছে অটো রিক্সা, ইজিবাইক চালকদের যত্রযত্র পার্কিং করে যাত্রী না ওঠানোর জন্য বুঝানো। বিশ্বনাথ ডিগ্রি কলেজের রোভার স্কাউটের ১১ সদস্য ট্রাফিক পুলিশদের সহযোগিতা করতে মাঠে।
এছাড়াও যে সকল মোটরযানের ফিটনেস বা ড্রাইভারদের লাইসেন্স নেই তাদেরকে স্কাউটরা ট্রাফিক সার্জেন্টের কাছে নিয়ে যায়। তিনি কাগজপত্র দেখে বুঝিয়ে বলছেন এবং যাদের মামলা করার প্রয়োজন মনে করেন সে সকল চালকদের মামলা করেন। এছাড়া মোটরসাইকেল চালকদের যাদের মাথায় হেলমেট নেই, তাদেরও অনুরোধ করছে হেলমেট মাথায় রাখতে। সেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতেও অনুরোধ করেন স্কাউট সদস্যরা। এসময় বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ ও এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
এবিষয়ে সিনিয়র স্কাউট সদস্য সাইফুল ইসলাম ও মারিয়া আলম চৌধুরী বলেন, এই প্রথম ট্রাফিক পুলিশ আমাদের তাদের সহযেগিতা করার জন্য আমাদের সাথে নিয়েছেন। এ ধরনের কাজে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমরা খুবই আনন্দিত।
পথচারী আশিকুর রহমান রানা বলেন, বিষয়টি সকাল থেকে লক্ষ্য করছি। আমার কাছে বেশ ভাল লাগছে স্কাউটের সদস্য ও ট্রাফিক পুলিশ এক সঙ্গে সড়ক নিয়ন্ত্রন করছে। আশা করি গাড়ি চালকেরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবে।
আমিনুল ইসলাম নামে একজন মোটরসাইকেল চালক বলেন, আমি ট্রাফিক আইন মেনে চলি। হেলমেট ব্যবহার করি, অনেক তরুণ রয়েছে তারা হেলমেট ব্যবহার করে না আজ তাদের মাথায় হেলমেট দেখা যাচ্ছে। বিষয়টি সত্যি অবাক করার মতো। স্কাউট সদস্য ও ট্রাফিক  পুলিশ মিলে এটা করছে এভাবে সকলের সহযোগিতা থাকলে দেশের ট্রাফিক আইন সঠিকভাবে পালন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..