সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: চলমান ট্রাফিক সপ্তাহের দুই দিনে সিলেটে ৭১০টি গাড়ি এবং ১৮৫ চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। এসময় ৪০টি গাড়ি আটক করা হয়। এসব মামলা থেকে জরিমানা আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে মোট ৪ লক্ষ ৮২ হাজার ৬ শত টাকা।
রবি ও সোমবার দুই দিনব্যাপী পরিচালিত ট্রাফিক পুলিশের অভিযানে এ মামলা ও জরিমানা আদায় করা হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমদ।
তিনি বলেন, রোববার থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহর দুই দিনে মহানগরীর বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে ট্রাক, বাস, মাইক্রোবাস-মিনিবাস, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন রকম গাড়ির কাগজপত্র যাচাই বাছাই করে এসব গাড়ির ওপর মামলা দেয়া হয়। এছাড়াও গাড়ি কাগজপত্র ঠিক না থাকায় ৪০টি গাড়ি আটক করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ২৩টি, বাকি ১৭টির মধ্যে রয়েছে মাইক্রোবাস-মিনিবাস, অটোরিকশা রয়েছে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৮৫জন চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে আজ মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ১৩৩টি গাড়ি বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। এসময় ১৫টি গাড়ি আটক করা হয়। এর মধ্যে মোটরসাইকেল ৭টি এবং অন্যান্য ৮টি গাড়ি।
এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশে জাতীয় ট্রাফিক সপ্তাহ ঘোষণা করে পুলিশ। এর অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ রোববার ট্রাফিক সপ্তাহ’র দুই দিনে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এসব গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা দেয়। এসময় ট্রাফিক পুলিশের সাথে সিলেট জেলা রোভার স্কাউটস এর রোভাররা সহায়তা করছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd