হবিগঞ্জে সরকারি চাল নিয়ে দ্বন্দ্বে নারী ইউপি সদস্যকে পেটালেন পুরুষ সদস্য

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

হবিগঞ্জে সরকারি চাল নিয়ে দ্বন্দ্বে নারী ইউপি সদস্যকে পেটালেন পুরুষ সদস্য

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জে সরকারি চাল বিতরণ নিয়ে দ্বন্দ্বের জের বানিয়াচং মক্রমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সাফিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন একই পরিষদের পুরুষ সদস্য মহিবুর রহমান।

সোমবার রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে এক বৈঠকে এ ঘটনা ঘটে।

সরকারের বিশেষ বরাদ্দ বিতরণ কার্যক্রম নিয়ে দ্বন্দ্বের জেরে সাফিয়ার ওপর হামলা চালান মহিবুর। আহত সাফিয়া খাতুনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য জিআর বিশেষ খাতে ৪ টন চাল বরাদ্দ দেয় ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নে। ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া কয়েক দিন আগে বরাদ্দের চাল তুলেন।

এদিকে বিতরণ কার্যক্রম নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। এজন্য পরিষদের ৮ জন সদস্য সোমবার রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে একটি স্থানে বৈঠকে বসেন।

এ সময় সাফিয়া ও মহিবুরের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাফিয়ার চুল ধরে টানাহেঁচড়া করাসহ বেধড়ক মারধর করেন মহিবুর। তখন অন্যরা সাফিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

১নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য সাফিয়া খাতুন জানান, সরকারি চাল আত্মসাতের পাঁয়তারা চলছিল। প্রতিবাদ করায় মহিবুর আমাকে মারধর করেছে।

অভিযুক্ত ২নং ওয়ার্ড সদস্য মহিবুর রহমান জানান, দুজনের মধ্যে কথাকাটাকাটি বাধলে সাফিয়া তেড়ে আসেন। তিনি হাত দিয়ে বাধা দিলে সাফিয়া মাটিতে পড়ে যান।

ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া যুগান্তরকে বলেন, দুজনের বাড়ি একই গ্রামে। চাল বিতরণ কার্যক্রম নিয়ে নয়, দুজনের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।

ইউএনও মো. মামুন খন্দকার বলেন, নারী মেম্বারকে আহতের বিষয়টি আমাকে একজন মেম্বার ফোনে জানিয়েছেন। আমি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..