দক্ষিণ সুরমায় সরকারি জমি রক্ষার্থে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

দক্ষিণ সুরমায় সরকারি জমি রক্ষার্থে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

ক্রাইম ডেস্ক :: দক্ষিণ সুরমার মোমিনখলায় সরকারি খাস জমি রক্ষা করে এলাকাবাসীর মধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা নিতে এসএমপি কমিশনার বরাবরে এক আবেদন করেছেন এলাকাবাসী। ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্স লিপন, বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সহ স্থানীয় প্রায় ২ শতাধিক ব্যক্তিবর্গের স্বাক্ষরিত এক পত্রে রোববার (৫ আগস্ট) এ আবেদন করা হয়।

আবেদনে উলে­খ করা হয়, দক্ষিণ সুরমা থানাধীন সিলেট ফেঞ্চুগঞ্জ মহাসড়কের ২য় কি.মি. এলাকায় সিলেট সদরের ১১১নং মোমিনখলা মৌজার ১০২৮ নং এস.এ দাগের ০.১২ একর সরকারি ভূমি সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত। ১৯৬৭ সাল থেকে ঐ ভূমি সড়ক ও জনপথের কাজে ব্যবহৃত হয়ে আসছে। স¤প্রতি দক্ষিণ সুরমা থানার কদমতলী বড়বাড়ির মৃত মোতাহির আলীর পুত্র মানিক মিয়া ও মোগলাবাজার থানাধীন নিজ গোটাটিকর এলাকার মোবারক আলীর পুত্র জামাল উদ্দিন ঐ ভূমির দখল নিয়ে দলবল সহ মারমুখি অবস্থানে রয়েছেন। উক্ত ভূমির দখল নিয়ে এলাকায় বড় ধরণের দাঙ্গা হাঙ্গামা ও খুন খারাপি সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা বিঘœ ঘটার আশংকাও রয়েছে। তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ভূমির দখল থেকে বিরত রেখে ও সরকারি খাস জমি রক্ষা করার জন্য জেলা প্রশাসক বরাবরে হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

আবেদনের অনুলিপি তারা স্বরাষ্ট্রমন্ত্রী, এসএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরেও প্রেরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মো. মানিক মিয়া, মো. মোস্তফা আহমদ, মো. মাহমদ আলী, মিনু মিয়া, আলী নুর, মোহাম্মদ বুরহান খান, মিলন আহমদ, কামাল মিয়া, নয়ন মিয়া, আব্দুল কাদির, আবুল মিয়া, মাহদুল, গৌস মিয়া, বদরুল মিয়, খানর মিয়া প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..