তাহিরপুরে ওর্য়াল্ডভিশনের হত দরিদ্রদের মাঝে ৫০টি বকনা বাছুর বিতরন

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৮

তাহিরপুরে ওর্য়াল্ডভিশনের হত দরিদ্রদের মাঝে ৫০টি বকনা বাছুর বিতরন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ওর্য়াল্ড ভিশনের হত দরিদ্রদের মাঝে বকনা বাছুর বিতরন অনুষ্টিন অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার বাদাঘাট ও বালিজুরী ইউনিয়নে ১০ জুলাই শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ের সামনে ৫০টি বকনা বাছুর বিতরন করা হয়। দুপুরে বাদাঘাট ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে ১৫ জন হত দরিদ্রের মাঝে বিতরন করেন। এ সময় উপজেলার বাংলাদেশ ওর্য়াÐ ভিশনের এপি এর প্রগ্রোম অফিসার দীপক ভৈরাগী,ইঞ্জিনিয়ার রিন্টু চাকমা,মাঠ কর্মী শাপলা,নিলুফা ইয়াসমিন,মাসুম পারবেজ,নূর মূমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ ও সুবিধা ভুগিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,তাহিরপুর উপজেলার তাহিরপু সদর,বালিজুরী,বাদাঘাট তিনটি ইউনিয়নে মোট ২০০পরিবারের মাঝে বকনা বাছুর ও ৫০টি পরিবারকে ৪টি করে ভেড়া হতদরিদ্র পরিবার গুলোর মাঝে প্রর্যায় ক্রমে বিতরন করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..