সিম ক্লোন করে সারাদেশে প্রতারণা, সিলেটে আটক ২

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৮

সিম ক্লোন করে সারাদেশে প্রতারণা, সিলেটে আটক ২

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরী থেকে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেট থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. কামরুল আলম (৩৭) ও রাশেদুজ্জামান মানিক (২৬)। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানা পুলিশ।

সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, আটককৃতরা দেশের কয়েকটি জায়গায় বিশেষ করে অসাধু উপায়ে সিম ক্লোন করে এজেন্ট ও গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। সিলেটেও তারা সিম ক্লোনের মাধ্যমে বিকাশ একাউন্ট থেকে টাকা অন্যত্র সরাচ্ছিল প্রতারকরা। গত বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটক হওয়া কামরুল আলম খুলনা জেলার খয়রা গ্রামের ও অপরজন ফরিদপুর থানার রগনন্দনপুর গ্রামের বাসিন্দা। ওসি মোশারফ হোসেন জানান, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড ও চেক উদ্ধার করা হয়েছে। তাবে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া কোনো টাকা উদ্ধার করা যায়নি। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..