এমসি কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮

এমসি কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট :: সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান কবির পলাতক রয়েছেন। ভ’মিদস্যুতার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সিলেটের চীফ জুডিশিয়াল আদালতের ম্যাজিট্রেঢ কাউছার আহমদ ১৫ জুলাই কানাইঘাট জিআর ১৩৮/২০১৪ নং মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পলাতক শাহজাহান কবির সিলেটের কানাইঘাট থানার ছটি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র এবং সিলেট এমসি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক। পলাতক থেকেও তিনি সরকারি দায়িত্ব পালন করছেন। আগামী ৫ নভেম্বর এ মামলার বিচার কার্যের জন্য ধার্য্য রয়েছে।

জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৮ জুন ভোররাতে সিলেটের কানাইঘাট থানার ঢালাইচর গ্রামে ভ’মিদস্যুতার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বাড়ির ঘুমন্ত লোকজনের উপর হামলা করে তাদের গুরুতর আহত করে ঘরদরজা ভেঙ্গে ফেলে। স্থানীয় লোকজন গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গৃহকর্তী ফাতেমা বেগম বাদী হয়ে ১৯ জুন ২০১৪ ইং তারিখে কানাইঘাট থানায় একটি মামলা {নং-১৯(৬)১৪} করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ৩১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট ( (নং-১৯২ তাং-২৯.১০.২০১৭) দাখিল করে। চার্জশিটে সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান কবিরকে ২৯ নং ক্রমিকে অভিযুক্ত করা হয়। মামলাটি বিচারের জন্য সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরিত হলে গত ১৫ জুলাই এ মামলায় চার্জ গঠন করা হয়। এসময় পলাতক থাকায় আদালত সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান কবির-সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি ইতোমেধ্যে কানাইঘাট থানা পুলিশে প্রেরণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। আগামী ৫ নভেম্বর ধার্য্য তারিখের পূর্বে আদালত থেকে তিনি জামিন নিয়েছেন কি না তা তাৎক্ষণিক জানা যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..