সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
ছাতক সংবাদদাতা :: নৌ-পথে বালু-পাথর পরিবহনে বাধা ও পাথরবাহী নৌকা আটক এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাতকের নৌ শ্রমিক,ব্যবসায়ী মহল। কোম্পানীগঞ্জের কতিপয় ব্যবসায়ীদের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে শহরের পুরাতন কাষ্টমরোডে প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ী মহল ও পাথর শ্রমিকবৃন্দ। ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো.জয়নাল চৌধুরীর সভাপতিত্বে ও লাল পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান লায়েক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, পাথর ব্যবসায়ী হাজী আশিদ আলী, পাথর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী সামছুল ইসলাম, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপায়ার্স গ্র“পের সেক্রেটারী সৈয়দ তওফিক আহমদ ইকবাল, পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী মো.আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি, অদুদ আলম চেয়ারম্যান, সাধারন সম্পাদক সামছু মিয়া, কোষাধ্যক্ষ হাজী আমির আলী, ব্যবসায়ী সৈয়দ হারুন অর রশীদ, ফজলু মিয়া চৌধুরী, হাজী বিলাল মিয়া, বাদশা মিয়া, হাজী আরিছ আলী, হাজী সুজন মিয়া, আব্দুল মজিদ, ফরিছ মিয়া মেম্বার, ওসমান আলী, নুর মিয়া, ইছাকলস ইউপি চেয়ারম্যান হাজী কুটি মিয়া, ছাতক লেবার সর্দার সমিতির সভাপতি তজম্মুল আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের কতিপয় অসাধু ব্যবসায়ী ২০১০ইং সালের চুক্তি ভঙ্গ করে নৌ-পথে পাথর-বালু লোডিং করে ব্যবসায় বিশৃংখলা সৃষ্টি করে যাচ্ছেন। এতে দু’চারজন ব্যবসায়ী লাভবান হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন সিংহভাগে বালু-পাথর ব্যবসায়ীরা। এছাড়াও নৌ-পথে বালু-পাথর পরিবহনকারী নৌকা আটক করে এসব অসাধু ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্রে বিশৃংখলা সৃষ্টিসহ পরিস্থিত উত্তপ্ত করে তুলছেন। ইতিমধ্যেই ছাতকের ৪৯টি পাথরবাহী নৌকা আটক করে রেখেছেন তারা। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অবিলম্বে আটককৃত এসব নৌকা ছেড়ে দিয়ে ও ছাতকের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে দায়েরী মিথ্যা অভিযোগ নিঃশর্তভাবে প্রত্যাহার করে ব্যবসার স্বাভাবিক পরিবেশ স্থিতিশীল রাখার দাবী জানান বক্তারা। অন্যতায় ছাতক ও কোম্পানীগঞ্জের প্রকৃত পাথর ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার আশংকা রয়েছে বলে বক্তারা মনে করেন। এতে উদ্ভুত যেকোন অনাকাংখিত পরিস্থিতির জন্য বিশৃংখলাকারীদের দায়ী থাকতে হবে বলেও বক্তারা হুশিয়ারী উচ্চারন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd