সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে সংরক্ষিত ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজনীন আক্তার কণা। জিপ গাড়ি প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নার্গিস সুলতানা চশমা প্রতিকে পেয়েছেন এক হাজার ৯৭৩ ভোট। সাধারণ ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৭নং ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে আজ শনিবার(১১আগষ্ট) পুনরায় ভোট গ্রহণ হয়। এতে ১৩৬৪ ভোটে নার্গিসের চেয়ে এগিয়ে থেকে জয় পান কণা। গত ৩০ জুলাইয়ের ভোটে নাজনীন আক্তার কণা (জিপ গাড়ি প্রতিক) ও নার্গিস সুলতানা (চশমা প্রতিক) সমান ৪১৫৫ ভোট পেয়েছিলেন। ফলে এ ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংরক্ষিত ৭নং ওয়ার্ডে মোট ভোটার ছিলেণ ৩৪ হাজার ১২৩ জন। কিন্তু আজ নির্বাচনে ভোট পড়েছে খুবই কম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd